Header Ads

তাসখন্দে কী করছেন ‘হুররাম’ মারিয়াম

 

তাসখন্দে কী করছেন ‘হুররাম’ মারিয়াম


তাসখন্দে কী করছেন ‘হুররাম’ মারিয়াম



তুরস্কের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এ হুররাম সুলতান চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া পরিচিতি পেয়েছেন মারিয়াম। উজবেকিস্তানেও তাঁর বহু অনুরাগী রয়েছেন

উজবেকিস্তানের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ন নিয়ে এক আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য শেষে তাঁর সঙ্গে ছবি তুলতে ভিড় করেছেন শিক্ষার্থীরা। ভিডিও পোস্ট করে মারিয়াম লিখেছেন, ‘দারুণ আতিথেয়তার জন্য হৃদয়ের গহিন থেকে ভালোবাসা জানাই


প্রায় এক দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান সুলেমান’ ধারাবাহিক করে তারকাখ্যাতি পেয়েছেন মারিয়াম। তবে দীপ্ত টিভির হাত ধরে ধারাবাহিকটি বাংলাদেশে এসেছে আরও পরে। এটি প্রচারের পরপরই দর্শকের হৃদয়ে আলোড়ন তুলেছেন মারিয়াম

সুলতান সুলেমান’ ধারাবাহিকের পর ‘ওতেকি তারাফ’, ‘কুইন অব দ্য নাইট’, ‘মাই মাদার উন্ড’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন মারিয়াম। তবে হুররাম চরিত্রের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি


তিনি এখন দুই মেয়ে লালা ও লিলিকে নিয়ে বার্লিনে বাস করছেন। কাজের প্রয়োজনে তুরস্কেও প্রায়ই যাতায়াত আছে তাঁর। মাঝে অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতি ভেঙে টুকটাক অভিনয়ের বাইরে ফ্যাশন মডেলিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর

No comments

Powered by Blogger.